অপরিচিতা গল্পের MCQ Test || Online Exam - Quiz Heap

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অপরিচিতা গল্পের mcq, অপরিচিতা গল্পের mcq test, অপরিচিতা mcq exam online Test এ অংশগ্রহণ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এখানে রয়েছে ৮০+ অপরিচিতা গল্পের MCQ Test । সিলেক্ট করুন, রেজাল্ট দেখুন। MCQ তে ক্লিক করার সাথে সাথে এর সঠিক উত্তর দেখাবে। নিছে ডান পাশে 'Your Result' সেকশনে আপনার পূর্ণাঙ্গ ফলাফল দেখতে পাবেন। অর্থাৎ আপনি কতটি MCQ সিলেক্ট করেছেন, কতটি সঠিক এবং ভুল উত্তর দিয়েছেন তা দেখতে পারবেন।
তবে আপনি একবার কোনো উত্তর সিলেক্ট করলে সেটি পুনরায় সিলেক্ট করতে পারবেন না।
এখানে 81 টি অপরিচিতা গল্পের mcq, অপরিচিতা গল্পের mcq test, অপরিচিতা mcq exam online রয়েছে।
1. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্ৰন্থ কোনটি?
2. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রথম ছোটগল্পের নাম কী?
3. 'গল্পগুচ্ছ'তে রবীন্দ্রনাথ ঠাকুরের কতটি গল্প সংকলিত হয়েছে?
4. বিষয় ও আঙ্গিকগত বিচারে রবীন্দ্রনাথের 'শেষের কবিতা' কোন জাতীয় রচনার অন্তর্গত?
5. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অচলায়তন' কোন ধরনের গ্রন্থ?
6. বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেন?
7. ‘অপরিচিতা' গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়?
8. ‘অপরিচিতা’ গল্পটি প্রকাশিত হয়—
9. ‘অপরিচিতা' কী ধরনের সাহিত্যকর্ম?

10. ‘বাপের এক মেয়ে যে বড়ো আদরের মেয়ে'- এখানে কার কথা বোঝানো হয়েছে?
11. ‘অর্থলোভ ত্যাগ করে মানবিক ও উদার হতে হবে।'- এ মর্মকথা ‘অপরিচিতা' গল্পের কোন চরিত্রের ক্ষেত্রে উপদেশমূলক?
12. আংটিতে, হারেতে আর জহরতে কার শরীর গহনার দোকান নিলামে উঠেছে বলে মনে হচ্ছিল?
13. 'বিবাহ ভাঙার পর সীমা গরিবদের সাহায্য করার ব্রত নিয়েছেন'—‘অপরিচিতা' গল্পের নায়িকা অনুরূপ কোন ব্রত নিয়েছিল?
14. ‘অপরিচিতা' গল্পে রসিক মানুষটি কে?
15. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘অপরিচিতা' গল্পে অনুপমের বিয়ে ভেঙে যাওয়ার মূল কারণ কী?
16. মামার নিষেধ অমান্য করে অনুপম কানপুর এসেছে কেন?
17. বিয়ের আসর থেকে বরযাত্রীদের প্রস্থান পালাকে অনুপম কীসের সাথে তুলনা করেছে?
18. ‘অপরিচিতা' গল্পের বিশেষ দিক কোনটি?
19. ‘অপরিচিতা' গল্পে বিয়ের অনুষ্ঠানে কন্যার গয়না মাপার মধ্য দিয়ে কী প্রকাশ পেয়েছে?
20. বিয়ের কথা যখন ঠিক হয় তখন কল্যাণীর বয়স কত ছিল?
21. ‘আর আপনাদের কষ্ট বাড়াইতে ইচ্ছা করি না’– ‘অপরিচিতা' গল্পে শম্ভুনাথ সেন বাক্যটি দ্বারা বরযাত্রীদের কী বুঝিয়েছেন?
22. রেলওয়ে কর্মচারীর সাথে কল্যাণীর তর্কের মধ্য দিয়ে চিরাচরিত নারী চরিত্রের বিপরীত কোন দিকটি ফুটে উঠেছে?
23. 'অপরিচিতা' গল্পে কোন সময় অনুপম বিনু দাদার বাড়িতে যেত?
24. অনুপমের শিক্ষাগত যোগ্যতা কী ছিল?
25. অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?
26. 'চন্দ্র রিতুর কণ্ঠস্বর শুনে বিমোহিত হয়ে গেল'— চন্দ্রের সাথে 'অপরিচিতা' গল্পে কার সাদৃশ্য রয়েছে?
27. ‘অপরিচিতা' গল্পে 'ফলের মতো গুটি' বলতে কী বোঝানো হয়েছে?
28. ‘মকরমুখা’ কী?
29. 'অপরিচিতা' গল্পে নায়কের বয়স কত বলা হয়েছে?
30. পরিবারে অনুপমের আসল অভিভাবক কে?
31. 'আপনারা আমাদের গাড়িতে আসুন না'- এখানে জায়গা আছে- উক্তিটি কার?
32. 'অপরিচিতা' গল্পে সরস রসনার গুণ আছে কার?
33. অত্যন্ত আঁট ভাষার বক্তা কে?
34. অনুপম কেন নিজের চোখে মেয়ে দেখার কথা বলতে পারল না?
35. কল্যাণী কোন স্টেশনে নেমে গেল?
36. স্টেশনে কী ফেলে রেখে অনুপম ট্রেনে উঠে পড়ল?
37. রবীন্দ্রনাথ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?
38. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন?
39. রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার কোন পরিবারে জন্মগ্রহণ করেন?
40. রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত হয়েছেন?
41. বাংলা ছোটগল্পের প্রথম সার্থক শিল্পী কে?
42. কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম ছোটগল্প রচনা করেন?
43. রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বশেষ রচিত গল্পের নাম কী?
44. কোন সময়টাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প রচনার স্বর্ণযুগ বলা হয়?
45. বিশ শতকের ছোটগল্পে কোন জিনিসটি প্রাধান্য পেয়েছে?
46. অনুপম তার ইতিহাসটা কিভাবে লিখতে চেয়েছে?
47. 'রক্তকরবী' রবীন্দ্রনাথ ঠাকুরের কী ধরনের গ্রন্থ?
48. রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে কোথায়?
49. রবীন্দ্রনাথ ঠাকুরের পারিবারিক জমিদারি কোথায় ছিল?
50. শিলাইদহে বসবাসকালে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কোন কাব্যের শ্রেষ্ঠ কবিতাগুলো রচনা করেন?
51. 'তবু ইহার বিশেষ মূল্য আছে'- এখানে কীসের মূল্যের কথা বলা হয়েছে?
52. ছেলেবেলায় পণ্ডিতমশাই অনুপমকে কীসের সাথে তুলনা করতেন?
53. ‘অপরিচিতা' গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য কত ছিল?
54. অনুপমের মতে, কন্যার পিতামাত্রই কোনটি স্বীকার করবেন?
55. অনুপম কোনটি খায় না বলে গর্ব প্রকাশ করেছে?
56. ‘অপরিচিতা' গল্পে কে নিজেকে ভালমানুষ বলে আখ্যা দিয়েছে?
57. মামা কেমন ঘরের মেয়ে পছন্দ করতেন?
58. হরিশ কোথায় কাজ করত?
59. ‘মেয়ে যদি বল, তবে’— উক্তিটি কার?
60. ‘মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তার কাছে গুরুতর' কার নিকট?
61. আসর জমাতে অদ্বিতীয় কে?
62. 'অপরিচিতা' গল্পে কোন দ্বীপের উল্লেখ আছে?
63. কে কন্যাকে আশীর্বাদ করতে গেল?
64. মন্দ নয় হে, খাঁটি সোনা বটে - উক্তিটি কার?
65. বিনুদাদা ‘চমৎকার'- এর স্থলে কী বলে?
66. কল্যাণীর পিতার নাম কী?
67. ‘তাহার বিনয়টা অজস্র নয়’— কার?
68. ‘বাবাজি একবার এদিকে আসতে হচ্ছে’— উক্তিটি কার?
69. ‘এয়ারিং’ কোথা থেকে আনা হয়েছে?
70. ‘ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করবার ইচ্ছা আমার নাই’— উক্তিটি কার?
71. অনুপম কাকে নিয়ে তীর্থযাত্রা করেছিল?
72. কল্যাণী স্টেশন হতে কী খাবার কিনে নেয়?
73. শম্ভুনাথ পেশায় কী ছিলেন?
74. মাতৃ-আজ্ঞা বলতে কল্যাণী কার প্রতি ইঙ্গিত করেছে?
75. বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল?
76. গজাননের মায়ের নাম কী?
77. কাকে অনুপমের ভাগ্য দেবতা বলে উল্লেখ করা হয়েছে?
78. 'একবার মামার কাছে কথাটা পাড়িয়া দেখ' কথাটি কীনের?
79. বিয়ের সময় কল্যাণীর প্রকৃত বয়স কত ছিল?
80. অনুপমের মতে, মামার বাহিরের যাত্রাপথের সীমানা কতদূর?
81. রেল কর্মচারী কতটি টিকিট বেঞ্চে ঝুলিয়েছিলেন?
অপরিচিতা গল্পের mcq, অপরিচিতা গল্পের mcq test, অপরিচিতা mcq exam online
আপনি যদি অপরিচিতা গল্পের mcq, অপরিচিতা গল্পের mcq test, অপরিচিতা mcq exam online Exam টি পুনরায় দিতে চান সেক্ষেত্রে পেইজটি রিলোড করে বার বার পরিক্ষা দিতে পারবেন। ধন্যবাদ আপনাকে অপরিচিতা গল্পের mcq, অপরিচিতা গল্পের mcq test, অপরিচিতা mcq exam online Exam এ অংশগ্রহণ করার জন্য। শুভকামনা।
Do you want to calculate your targated gpa? Let's calculate with the